এশিয়া কাপের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার
বিপক্ষে অন্যতম এক নজির সৃষ্টি করেছেন তামিম। দ্বিতীয় ওভারে কবজির চোটের কারণে
ড্রেসিং রুমে ফিরে যেতে হয় তাকে। এমনকি হাসপাতাল পর্যন্ত যেতে হয় তাকে। ডাক্তারের
নিষেধাজ্ঞা উপেক্ষা করে পুনরায় তাকে মাঠে নামতে উৎসাহিত করেন মাশরাফি বিন মুর্তজা।
মাশরাফির উৎসাহে অদম্য সাহসিকতার পরিচয় দিয়ে এক নজিরবিহীন ইতিহাস গড়েন তামিম
ইকবাল। তিনি দলের প্রয়োজনে আবার মাঠে নামেন এবং এক হাতে ব্যাট করেন। দল ২৬১ রানের
চালেঙ্গিং স্কোর করতে সক্ষম হয়।
![]() |
Asia Cup Cricket-2018 |
কতটা মানসিক দৃঢ়তা থাকলে মানুষ এমনটা পারে। কে
জানত এমন এক নাট্যমঞ্চ রূপায়িত হবে এশিয়া কাপের ১ম ম্যাচে, যা ১৬ কোটি মানুষের মনে
গাথা থাকবে চির দিন।
No comments:
Post a Comment