এশিয়া কাপ থেকে ছিটকে পরল শ্রীলঙ্কা দল। আফগানদের ২৫০ রানের টার্গেটে ধরাশায়ী শ্রীলঙ্কা টিম। ২৪৯ রানের জবাবে মত্র ১৫৮ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা দল। মুল পর্বে জায়গা হল না তাদের। এবারের এশিয়া কাপের সুপার লিগে বাংলাদেশ এবং আফগানস্তানের জায়গা নিশ্চিত হয়ে গেছে। গ্রুপ এ থেকে হংকং বাদ হলে এবারের এশিয়া কাপের মূল পর্বে খেলবে বাংলাদেশ, আফগানস্তান, পাকিস্তান এবং ভারত।
 |
এশিয়া কাপ চ্রিচকেত-২০১৮ |
এশিয়া কাপের মুল দাবিদার হিসেবে ভারত এবং পাকিস্তানকে ভাবা হলেও, অন্য দুই দলকে অবহেলা করা যাবে না। কারন সব দল তাদের মত করে প্রমান দিয়েছে, যে তারা এশিয়া কাপের জন্য লড়াই করতে এসেছে। কেবল আনুষ্ঠানিকতা নয়। বাংলাদেশ দল শ্রীলঙ্কাকে ১৩৭ রানের বড় বাবধানে হারিয়ে সুপার লিগে এসেছে। আবার আফগানস্তান ৯১ রানে শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার লিগ নিশ্চিত করেছে। সুতরাং কোন দলই সহজ প্রতিপক্ষ হবে না। হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে আশা করা হচ্ছে।
গত দুবারের রানার্স আপ বাংলাদেশ দল এবং ভারত, পাকিস্তানের মত বড় দলগুলো মুখিয়ে থাকবে। তাতে বাধা হয়ে দাঁড়াতে পারে আফগানস্তানের মত উঠতি দল। দারুন কিছু ব্যাটিং ও বোলিং শক্তি নিয়ে আসছে আফগানস্তান এবারের এশিয়া কাপে।
সর্বোপরি এবারের এশিয়া কাপ এক পসরা চমক নিয়ে অপেক্ষা করছে।
No comments:
Post a Comment