নতুন প্রজন্মকে সুযোগ করে দিতে টেস্টে অবসর নিচ্ছেন সাবেক অধিনায়ক অ্যালিস্টার কুক।
ভারতের বিপক্ষে শেষ ম্যাচ ওভাল টেস্টে
ইংল্যান্ডকে বিদায় বলে দিবেন সাবেক অধিনায়ক অ্যালিস্টার কুক। মাত্র ৩৩ বছর বয়সে
অবসর নিয়ে ফেলেছেন অ্যালিস্টার কুক।
১২ বছরের ক্যারিয়ারের ১৬০ টি টেস্ট খেলে
ফেলেছেন তিনি। অবসরের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। কারণটা সবার জানা। নিঃশেষ হয়ে
যাওয়া। ‘ যদিও এটা একটি দুঃখের দিন। তবু আমি হাসি নিয়েই যেতে পারছি। কারণ, আমি
আমার সবটুকু দিয়েছি এবং দেওয়ার মত আর কিছু বাকি নেই। যা ভেবেছি, যা কল্পনা করেছি তার
চেয়েও অনেক বেশি কিছু পেয়েছি। ইংল্যান্ডের বেশ কিছু গ্রেটের সাথে খেলতে পেরেছি বলে
গর্বিত। এমন সব সতীর্থদের সঙ্গে ড্রেসিংরুম ভাগাভাগি করতে না পারার চিন্তাটা খুবিই
কঠিন ছিল। কিন্তু আমি জানি এটাই সঠিক সময়।,
ইংল্যান্ডের পক্ষে টেস্টে সর্বাধিক রানের
রেকর্ড গড়েছেন তিনি। ৪৪.৮৮ গড়ে ১২ হাজার ২৫৪ রান করেছেন তিনি। ইংল্যান্ডের পক্ষে
সবচেয়ে বেশি টেস্ট খেলা ও সবচেয়ে বেশি অধিনায়কত্ব (৫৮) করেছেন তিনি। টানা ১৫৮ টি
টেস্ট খেলার বিশ্ব রেকর্ডও তার। ১৫৯ নম্বর টেস্ট খেলেই অবসরে যাবেন তিনি।
২০০৬ সালে নাগপুরে টেস্টে অভিষিক্ত হন অ্যালিস্টার
কুক। তিনি অবসরের মাধ্যমে নতুন প্রজন্মকে সুযোগ করে দিতে চান।
No comments:
Post a Comment