![]() |
Bangladesh Cricket |
শুরুতে যে সুচি ছিল তা পরিবর্তন করে দুপুর
২টার সময় নির্ধারিত হয়। তাতেও সমস্যার
সমাধান হয়নি, কারণ ম্যাচের শেষের দিকে ফ্লাডলাইটের আলোতে খেলতে হবে। অবশেষে দুপুর
সাড়ে বার টায় ১ম টি-২০ ম্যাচ অনুষ্ঠিত হবে। সুতরাং বিকাল ৪ টার পরিবর্তে দুপুর
সাড়ে বারটায় ১ম টি-২০ ম্যাচ অনুষ্ঠিত হবে। বিকাল ৪ টার আগেই খেলা শেষ হওয়ার কথা
রয়েছে।
নারিদের টি-২০ বাঁচাইয়ের সময় ফ্লাডলাইটের
সমস্যার কারণে খেলা সাময়িক সময়ের জন্য বন্ধ ছিল। সেই তিক্ত অভিজ্ঞতার কাড়নে আর
ঝুকি নিতে চাচ্ছেনা বিসিবি। ফ্লাডলাইটের সমস্যা থাকায় খেলার সময় পরিবর্তন করা
হয়েছে। যদিও হাতে এক দিন সময় রয়েছে। কোনরকম ঝুকি নিয়ে সুন্দর আয়োজনটাকে নষ্ট করতে
চাচ্ছেনা বিসিবি।
টেস্ট ও ওডিআই সিরিজ জয়ের পর ফুরফুরে মেজাজে
খেলোয়াড়রা। তাই সবাই যে যার মত সময় কাটিয়েছেন। টি-২০ সিরিজটাও হাতছাড়া করতে
চাচ্ছেন না বাংলাদেশ দল।
No comments:
Post a Comment