![]() |
Bangladesh Coach |
কোচ স্টিভ রোডস এর অনুরধে খেলতে হয়েছে তাকে।
সংবাদ সম্মেলনে বলেছেন, আমি ১ম টেস্ট খেলতে চাইনি, কেবল কোচ স্টিভ রোডস এর অনুরধে
খেলেছি। আমি তেমন ফিট ছিলাম না। আত্মবিশ্বাসটা কম ছিল। আমি ৩-৪ ওভারের স্পেল
করেছি। কিন্তু কোচ স্টিভ রোডস বলেছেন, তুমি ম্যাচ খেলেই ফিট হতে পারবে।
সাকিব খেলেছেন, দলকে সামনে থেকে নেতৃত্ব
দিয়েছেন, দেশের জন্য জয় ছিনিয়ে এনেছেন, করেছেন ধবল ধোলাই। ইতিহাস সৃষ্টি করে ওয়েস্ট
ইন্ডিস দলকে করেছেন বাংলাওয়াশ।
গত ওয়েস্ট ইন্ডিস সফরে ৪ জুলাই বাংলাদেশ ৪৩
রানে আলউট হয়েছিল। পুরো টেস্ট সিরিজেই আর মাথা উঁচু করে দাঁড়াতে পারেনি বাংলাদেশ
দল। টেস্টে ধবল ধলাই হয়েছিল বাংলাদেশ দল।
কিন্তু ৫ মাস পরে নিজেদের মাটিতে ওয়েস্ট
ইন্ডিসকে ধবল ধোলাই করল বাংলাদেশ দল। এ যেন পাল্টা জবাব।
কোচের মুখে সাকিবের বেশ বন্ধনা শুনা গেছে।
তিনি বলেছেন ও অনেক মিশুক শ্রেণীর, সহজেই মিশে যেতে পারে এবং বন্ধুভাবাপন্ন।
অন্যদিকে কোচ সাকিবকে প্রসংসায় ভাসিয়ে
দিয়েছেন। এ পর্যন্ত কোচ অধিনায়কের রসায়ন বেশ জমে উঠেছে। এ ধারা অব্যাহত থাকলে টেস্টে
ভাল ফলাফল করা সম্ভব।
No comments:
Post a Comment