![]() |
West Indies Cricket |
গত জুলাই মাসে নিজেদের মাটিতে বাংলাদেশের
কাছে ওডিআই সিরিজ হেরেছে ওয়েস্ট ইন্ডিস দল। এবার বাংলাদেশের মাটিতে হারাতে পারবে
কি ওয়েস্ট ইন্ডিস। সে বিষয়ে আশাবাদী শাই হোপ। নিজেদের মাটিতে বাংলাদেশকে হারানো
সম্ভব।
টেস্ট সিরিজ হারার পরে তাদের একমাত্র লক্ষ্য
ঘুরে দাঁড়ানো। কিন্তু পারবে কি তাঁরা। বাংলাদেশের স্পিন আক্রমনের বিরুদ্ধে
মোকাবেলা করতে পারবে কি ওয়েস্ট ইন্ডিস দল। কেবল ওনেকগুল প্রশ্ন।
তাঁরা সীমিত ওভারের খেলায় পেস এবং স্পিন উভয়
বিষয়ে বেশ মনোযোগী। কারন বাংলাদেশ দল শুধু স্পিন নির্ভর তা নয়। পেস আক্রমণেও অনেক ভাল।
শাই হোপ মনে করেন, আমাদের সামনে যে ধরনের
বলই আসুক না কেন আমাদের জয় ভিন্ন কোন পরিকল্পনা নেই।
তিনি আরও বলেছেন আমরা জয়ের ব্যাপারে
আশাবাদী। কেবল আত্মবিশ্বাস ফিরে পেতে হবে। একটি জয় আমাদের আত্মবিশ্বাস ফিরিয়ে দিতে
পারে।
No comments:
Post a Comment