এশিয়া কাপের শ্রীলঙ্কার বিপক্ষে হাতে চোট
পেয়ে দেশের মাটিতে পাড়ি জমান। যদিও এশিয়া কাপে না থেকেও গত এশিয়া কাপে নায়কের
ভূমিকায় অভিনয় করেছেলেন তিনি। যা বাঙ্গালি জাতির নিকট ইতিহাস হয়ে থাকবে।
দীর্ঘ ২ মাস খেলার বাইরে ছিলেন তিনি।
পুনর্বাসন শেষে আজই মাঠে নেমে পরেছেন বিসিবি একাদশের জার্সি গায়ে। মাঠে নেমেই
ওয়েস্ট ইন্ডিজ এর বিপক্ষে ঝড় ইনিংস খেলেছেন তামিম ইকবাল। শত রানের একটি ইনিংস
খেলেছেন তিনি।
মাত্র ৩৪ বলে সম্পন্ন করেন ১ম ফিফটি। ৭০ টি
বল খেলে শত রান করেন তিনি। ১৩ টি চার ও ৩ ছক্কার মাধ্যমে সাজিয়েছেন শত রানের
ইনিংসটি।
শেষ পর্যন্ত ৭৩ বলে ১০৭ রান করে ফিরেছেন
তামিম ইকবাল। রোস্টন চেজের বলে আউট হন তিনি।
ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ৩৩১ রানের জবাবে
ব্যাট করছে বাংলাদেশ দল।
No comments:
Post a Comment