মাশরাফি বিন মুর্তজাকে অধিনায়ক করে ওয়েস্ট ইন্ডিসের বিপক্ষে ওয়ানডে সিরিজের
দল ঘোষণা করেছে বিসিবি।
![]() |
Najmul Hasan Papon |
ওয়ানডে সিরিজের দল ঘোষণা করতে এক মধুর সমস্যায় পরেছেন বিসিবি সভাপতি নাজমুল
হাসান পাপন।
ওয়েস্ট ইন্ডিসের বিপক্ষে টেস্ট ম্যাচ ভাল করায় এ সমস্যার সম্মুখীন হতে
হচ্ছে তাকে। অন্যদিকে দলে ফিরেছেন তামিম ইকবাল। যদিও পূর্ণ শক্তির দল পাচ্ছে
বাংলাদেশ দল। কিন্তু একাদশ নির্বাচনে বেগ পেতে হচ্ছে বিসিবি সভাপতি নাজমুল হাসান
পাপনকে।
দলের সবাই ভাল করছে, বাদ দেওয়ার মত কোন কারন দেখাতে পারছিনা। এটা একটা মধুর
সমস্যা।
এশিয়া কাপের সময় ইনজুরিতে জর্জরিত ছিল বাংলাদেশ ক্রিকেট দল। ইনজুরি কাটিয়ে
সবাই দলে ফিরেছে। পূর্ণ শক্তির দল পাচ্ছে বাংলাদেশ দল। তার পরেও সমস্যা কাটছে না
বিসিবি সভাপতির।
তিনি বলেছেন, দুটি কারনে দল
নির্বাচন কষ্টকর হয়। একটি হল, যখন দলের সবাই ভাল খেলে, আর অন্যটি হল দলের সবাই
খারাপ পারফর্মেন্স করে থাকে।
বিসিবি সভাপতি হয়ত ১ম সমস্যাটি ফেস করছেন। কারন সদ্য সিরিজ জয় করেছে তার
দল। এবং ভাল পারফর্ম করেছে।
No comments:
Post a Comment