![]() |
Mehedi Miraj |
ওয়েস্ট ইন্ডিসের বিপক্ষে ২-০ তে জয় পায়
বাংলাদেশ দল। দলে অসাধারণ পারফর্ম করায় ম্যান অব দি ম্যাচ হয়েছেন মেহেদী হাসান
মিরাজ।
ওয়েস্ট ইন্ডিসের বিপক্ষে ভাল খেলার পুরস্কার
হিসেবে পেয়েছেন টেস্ট রাঙ্কিংয়ে উন্নতি। তিনি সাকিব আল হাসান ও তাইজুলকে পেছনে
ফেলেছেন। সাকিব আল হাসান ২১ তম, তাইজুল ইসলাম ২২ তম বোলার।
এ ম্যাচ তিনি শুরু করেন ২৮ নম্বরে থেকে,
চট্রগ্রাম টেস্টে মাত্র ৩ উইকেট পাওয়ায় নেমে জান ৩০ নম্বরে। কিন্তু মিরপুরে ১২
উইকেট নিয়ে খুব সহজেই ১৪ ধাপ এগিয়ে গিয়েছেন তিনি।
ক্যারিয়ার সেরা রেটিং পয়েন্ট ৬৯৬ রয়েছে তার।
টেস্ট রাঙ্কিংয়ে এখনও বাংলাদেশ ৯ নম্বরেই
আছে, তবে ওয়েস্ট ইন্ডিসের খুব কাছাকাছি রয়েছে।
No comments:
Post a Comment