জয় ভিন্ন কোন পথ দেখছেনা বাংলাদেশ দল
এ সিরিজে বাংলাদেশ দলের তেমন কোন সফলতা নেই বললেই চলে। তাই আনন্দ উল্লাসের কোন উপলক্ষও পায়নি তারা। তাই কেবল জয় নিয়ে ভাবছে বাংলাদেশ দল। একটা জয়ই কেবল মেটাতে পারে এই সিরিজের প্রথম জয়ের স্বাদ।
একটি জয় পেতে কতটা মরিয়া তা খেলোয়ারদের
পরিশ্রম বা ঘাম ঝরানোর ধরন দেখেই বলে দেওয়া জায়।
![]() |
Bangladesh Vs Srilanka |
শেষ খবর পাওয়া পর্যন্ত শ্রীলঙ্কা দল ৫০ ওভার
ব্যাট করে ৮ উইকেট হারিয়ে ২৯৪ রান করতে সক্ষম হয়। বাংলাদেশ দলের জয়ের জন্য ২৯৫ রান
করতে হবে। বাংলাদেশ দল ৫.২ ওভার খেলে ১২ রান করেছে, কিন্তু হারিয়েছে মূল্যবান একটি
উইকেট। জয়ের জন্য দরকার আরও ২৮৩ টি রান।
গতকালের ঘাম ঝরানো পরিশ্রমের বিনিময়ে পারবে
কি জয় ছিনিয়ে নিতে।
No comments:
Post a Comment