এমসিসি ওয়ার্ল্ড ক্রিকেট কমিটিতে সাকিব আল হাসানের স্থলাভিসিক্ত হলেন এলিস্টার কুক। গত অক্টোবর নিষিদ্ধ হওয়ার পর এমসিসি ওয়ার্ল্ড ক্রিকেট কমিটি থেকে পদত্যাগ করেছিলেন। প্রায় তিন মাস পর সাকিব আল হাসানের স্থলাভিসিক্ত হলেন এলিস্টার কুক। ইংল্যান্ডের সাবেক অধিনায়ক এলিস্টার কুককে নেওয়া হয়েছে শূন্য পদটিতে।
শরে দাঁড়ানো আরেক সদস্য ইয়ান বিশবের শূন্য পদটিও আজ পূরণ করেছে এমসিসি। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের সভাপতি রিকি স্কেরিট যোগ দিয়েছেন শূন্য পদটিতে।
এমসিসির অন্য তিন সদস্য হলেন সেন ওয়ারন, রিকি পন্টিং এবং কুমার সাঙ্গাকারা। এই কমিটির চেয়ারম্যান মাইক গাটিং। নতুন দুই সদস্য যোগ দেওয়ায় বেশ উচ্ছ্বসিত মাইক গাটিং।
২০০৭ সালে এই কমিটিতে যোগ দিয়েছিলেন সাকিব আল হাসান। বছরে দুবার এই কমিটির সভা অনুষ্ঠিত হয়ে থাকে।
![]() |
Cook took Shakib's place |
এমসিসির অন্য তিন সদস্য হলেন সেন ওয়ারন, রিকি পন্টিং এবং কুমার সাঙ্গাকারা। এই কমিটির চেয়ারম্যান মাইক গাটিং। নতুন দুই সদস্য যোগ দেওয়ায় বেশ উচ্ছ্বসিত মাইক গাটিং।
২০০৭ সালে এই কমিটিতে যোগ দিয়েছিলেন সাকিব আল হাসান। বছরে দুবার এই কমিটির সভা অনুষ্ঠিত হয়ে থাকে।
No comments:
Post a Comment