অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে খেলা তানজিদ, তৌহিদ,
আকবর, রকিবুল দ্রুত বাংলাদেশ জাতীয় খেলবে বলে মনে করেন খালেদ মাহমুদ।
![]() |
Under Nineteen Bangladesh Cricket Team |
চমকে দেওয়ার মত তালিকা দিয়েছে খালেদ মাহমুদ। সেমি-ফাইনালে
সেঞ্চুরি করা মাহমুদুল হাসানের যায়গা হয়নি খালেদ মাহমুদের দেওয়া তালিকায়। বাংলাদেশি
ব্যাটসম্যানদের মধ্যে সর্বাধিক রান সংগ্রাহকের তালিকায় রয়েছে প্রথমে। ১৭৬ রান করে
১৬ তম স্থানে রয়েছেন তিনি। সেই মাহমুদুল হাসানকে রাখলেন না মাহমুদ। তবে এই
তালিকাটি করেছেন সেমি-ফাইনালের আগে।
রোববার ইন্ডিয়ার বিপক্ষে ফাইনাল খেলতে মাঠে নামবে বাংলাদেশ দল। শিরোপা জয়ের স্বপ্ন পুরন হবে কি না তা সময়ই বলে দিবে। তবে এরই মধ্যে ইতিহাস গরে ফেলেছেন বাংলাদেশ দল, তবে ফাইনাল জিততে পারলে অন্য এক উচ্চতায় চলে যাবে বাংলাদেশ দল।
তবে এবার খেলতে যাওয়ার আগেই বাংলাদেশ
ফেভারিটদের তালিকায় ছিল। পুরো টুর্নামেন্ট জুরে খেলেছেও ভাল। আইসিসির এক
সাক্ষাৎকারে মাহমুদ বলেছেন দু বছর ধরে ১৫-১৮ জন খেলোয়াড় কাজ করে দলটা গরা হয়েছে।
প্রায় ৩অ টির বেশি ম্যাচ খেলেছে তারা। এযাবৎ কালের সবথেকে পরিণত দল এটি।
এক প্রশ্নের উত্তরে মাহমুদ বলেছেন আমি তো চাই
এক সময় এ দলের সবাই জাতীয় দলে খেলুক। আমি চারটি নাম বলব তানজিদ, তৌহিদ, আকবর,
রকিবুল দ্রুত বাংলাদেশ জাতীয় খেলবে। এই টুর্নামেন্টে ১৪৯ রান করেছে তানজিদ, তৌহিদ
১১৪ রান, আকবর আলি অধিনায়ক হিসেবে বিচক্ষণতা দেখেয়েছে, রকিবুল ৫ ম্যাচে ১১ উইকেট
নিয়ে নবম স্থানে রয়েছে।
No comments:
Post a Comment