পরিচিত কন্ডিশনে বাংলাদেশের সাথে জিততে দৃঢ়
প্রত্যয়ী জিম্বাবুইয়ান ভারপ্রাপ্ত অধিনায়ক ক্রেইগ আরভিন।
![]() |
Zimbabwe |
তিনি বলেছেন, বাংলাদেশের কন্ডিশনে খেলতে
একটু কষ্ট হলেও, পরিচিত কন্ডিশন হওয়ায় এখানে জেতা সম্ভব। আমরা এই পরিবেশে খুব
তাড়াতাড়ি মানিয়ে নিতে পারব। আমরা বাংলাদেশে সবথেকে বেশি সফর করেছি। আর আমরা এখন যেভাবে
খেলছি, আমাদের সেরাটা দিতে পারলে আমরাই জিতব।
এই পরিবেশটা আমাদের কাছে ঘরের মাঠের মতই মনে
হয়। কিন্তু বাংলাদেশের মাটিতে স্পিনটা একটু বেশী কাজ করে। সে ক্ষেত্রে আমরা এই
ফ্যাক্টরটা কাটিয়ে উঠতে পারলেই জয় ছিনিয়ে আনা সম্ভব।
কিছুদিন আগে আমরা যেভাবে খেলেছি, সেটা ধরে
রাখতে পারলেই জয় সম্ভব। শ্রিলঙ্কার বিপক্ষে জয়ের সম্ভাবনা জাগিয়েও বৃষ্টির কারনে
জয়হীন মাঠ ছাড়তে হয়েছিল জিম্বাবুইয়ানদের।
তবে এবার আমরা আশাবাদী আগের মত হবে না জয়
নিয়েই মাঠ ছাড়ব।
No comments:
Post a Comment