তিন সংস্করণে একটানা খেলে যাওয়া বাংলাদেশী দুই প্লেয়ার মুশফিকুর রাহমান এবং মাহমুদুল্লাহ।
যেখানে বড় বড় দলগুলোর তিন সংস্করণে খেলছে এমন খেলোয়ারের সংখ্যা খুবি কম। এমন কি
ভিরাট কোহ্লির মত খেলোয়ার তিন সংস্করণে খেলছেনা। টেস্ট ক্যারিয়ারকে দীর্ঘ করার জন্য
অন্য সংস্করেনের জন্য কম সময় দিচ্ছেন ভিরাট কোহলি। সেখানে দিব্যি খেলে যাচ্ছে মুশফিকুর
রাহমান এবং মাহমুদুল্লাহ।
মুশফিকুর রাহমান এবং মাহমুদুল্লাহর মত ক্রিকেটার তিন সংস্করণে খেলে যাচ্ছে সমান তালে। বিশ্ব ক্রিকেটে তাদের মত খেলয়ার নাই বললেই চলে। ২০১৮-১৯ মৌসুমে তিন সংস্করণে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছে মুশফিক আছেন দুইয়ে। ১১ টেস্ট ৩৭ ওয়ানডে এবং ২৩ টি-২০ ম্যাচ খেলেছে মুশফিকুর রহিম। বাংলাদেশ দলের হয়ে ৯৬ ভাগ ম্যাচ খেলেছেন তিনি। বাংলাদেশেরই আরেক খেলোয়াড় মাহমুদুল্লাহ রয়েছেন ১ নম্বর পজিশনে। সব সংস্করণ মিলিয়ে ৯৯ ভাগ ম্যাচ খেলেছেন তিনি।
কুশল মেন্ডিস, জো রুট, রস টেলর, বাবর আজমদের মত খেলোয়াড় রয়েছে
এই তালিকায়। ১০ বছর আগে তিন সংস্করণে খেলা সংখ্যা অনেক বেশি ছিল। কিন্তু এখন সে সংখ্যা
কমে এসেছে। ২০১৮-১৯ সালে ৪৪ ভাগ ক্রিকেটার তিন সংস্করণে খেলেছে। তিন সংস্করণে খেলা
প্লেয়ারের সংখ্যা দিন দিন কমে আসছে। পৃথিবীর অন্য দেশগুলোর তুলনায় বাংলাদেশে তিন সংস্করণে
খেলা প্লেয়ারের সংখ্যা বেশি।
যা-ই হোক বিশ্ব ক্রিকেটে পরিকল্পনা পরিবর্তন হওয়ার সাথে সাথে
তিন সংস্করণে ক্রিকেট খেলা প্লেয়ারের সংখ্যা কমে যাচ্ছে। এমনকি খেলোয়াড়রা ক্যারিয়ার
দীর্ঘ করার জন্য তিন সংস্করণে খেলছে না।
অদূর ভবিষ্যতে মুশফিক এবং মাহমুদুল্লাহর মত খেলোয়াড় পাওয়া
দুষ্কর হয়ে পরবে।
No comments:
Post a Comment